বেপরোয়া চলাফেরায় সংক্রমণ বাড়তে পারে : সুজন

স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়া চলাফেরার ফলে করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। ১৭ আগস্ট প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আশংকা প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, সরকার করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই দেশের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে সতর্ক করেছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং সামাজিক সংঘবদ্ধতা থেকে দূরে থাকতে না পারার কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করে। ফলে সরকার লকডাউন, কঠোর বিধি নিষেধ ঘোষণার মাধ্যমে করোনা সংক্রমণের হার কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা সংক্রমণের মাত্রা কিছুটা কমতে থাকায় সরকার অর্থনীতির স্বার্থে লকডাউন শিথিল করছে। লকডাউন শিথিল করার সাথে সাথেই দেখা যাচ্ছে যে আমাদের জনগন অসহিষ্ণু হয়ে উঠেছে। করোনাভাইরাস দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তান্ডব চালিয়ে মানুষের জীবনে যে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তা সাধারণ মানুষ মানতেই চাইছেন না। মানুষ আগের মতোই মাস্ক বিহীন অবস্থায় ঘুরাঘুরি করছে। বিয়ে, শাদী, মেজবানসহ ধর্মীয় অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। এর পরিণতি যে খারাপ হতে পারে তা কেউ ভাবছেন না। বিজ্ঞপ্তি

সুজন জনগনের জীবনের নিরাপত্তায় সরকারকে উপরোক্ত বিষয়সমূহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি