বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ

সাকিব একাই চার উইকেট নিয়ে ম্যাচ সেরা।

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

পাপুয়া নিউগিনির বিপক্ষে সুপার টুয়েলভ নিশ্চিতের ম্যাচে জ্বলে উঠলো বাংলাদেশের ব্যাটাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তো বটেই, প্রতিযোগিতারই সর্বোচ্চ স্কোর গড়লো বাংলাদেশ।

ব্যাটাররা এনে দেয়া ১৮১ রানের  বিশাল পুঁজির উপর ভর করে  বাংলাদেশের বোলাররা রীতিমতো ছেলেখেলাই করলেন পাপুয়া নিউগিনির সঙ্গে। তাতে অনায়াস জয় পেলো টাইগাররা। ৮৪ রানের বিশাল জয়ে সুপার ১২ রাউন্ড নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পাপুয়া নিউগিনি গুটিয়ে গেছে ৯৭ রানেই। এটি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

বৃহস্পতিবার ওমানের আল আমেরাত স্টেডিয়ামে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি হয়েছে একপেশে।

৩৭ বলে ৪৬ রান করার পর ৯ রানে ৪ উইকেট নিয়ে সাকিবই ম্যাচ সেরা । ২৮ বলে ৫০ করে অবদান অধিনায়ক মাহমুদউল্লাহর। ৬ বলে ১৯ করার পর বল হাতে ২১ রানে ২  উইকেট নিয়ে অবদান মোহাম্মদ সাইফুদ্দিনের।

বিশাল রান তাড়ায় নেমে প্রথম দুই ওভার টিকে থাকার পর তৃতীয় ওভারেই উইকেট হারায় পাপুয়া নিউগিনি । সাইফুদ্দিনের বলে এলবিডব্লিউতে কাটা পড়েন লেগা সিকা। পরের ওভারে তাসকিন আহমেদের বলে কিপার নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন অধিনায়ক আসাদ ভালা।

পঞ্চম ওভারে বল হাতে নিয়েই দুই উইকেট পেয়ে যান সাকিব। তার প্রথম বলেই উড়াতে গিয়ে বাউন্ডারি লাইনে নাঈম শেখের দারুণ ক্যাচে পরিণত হন চার্লস আমিনি। তিন বল পরই সাইমন আটাই ক্যাচ দেন স্কয়ার লেগে। ১৪ রানেই ৪ উইকেট খুইয়ে বসে সহযোগি সদস্য দেশটি।

খানিক বিরতি দিয়ে আবার উইকেট। সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে সেসে বাউও ক্যাচ দেন বাউন্ডারি লাইনে। হিরি হিরিও সাকিবের সাদামাটা এক বল ক্যাচ উঠিয়ে বিদায় নেন।

এর আগে শেখ মেহেদীর শিকার হয়ে বিদায় নেন নরমান ভানুয়া। ১১ রান করে চাঁদ সপার বোল্ড হন সাইফুদ্দিনের ইয়র্কারে। আটে নামা কিপলিন দরিগা একা লড়ে কিছু রান করে দলের হারের ব্যবধানই কমিয়েছেন কেবল। ৩৪ বলে ৪৬ করে একপাশে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে ইনিংসের প্রথম বলেই আউট হতে পারতেন নাঈম শেখ। কিপার কিছুটা বেশি পেছনে থাকায় এজ হওয়া বল হাতে নিতে পারেননি। কাবুয়া মরেয়ার পরের বলেই অবশ্য তার ইতি। মিড উইকেট দিয়ে তুলে মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনের কাছে থাকা একমাত্র ফিল্ডারের হাতে।

আগের ম্যাচে ফিফটি করা নাঈম শূণ্য রানে ফিরেন। রান না থাকা লিটন দাস এদিন শুরু থেকেই ছিলেন সাবলীল। এক-দুই করে রান বাড়াচ্ছিলেন। গ্যাপ বের করে রানের চাকা রাখেন সচল। তিনে নামা সাকিব দেখেশুনে শুরু করেন। দ্বিতীয় উইকেটে লিটন-সাকিবের জুটিতে আসে ৫০ রান। কিন্তু পাওয়ার প্লের পর বল করতে আসা আসাদ ভালাকে স্লগ সুইপে উড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে সেসে ভাউর নিচু ক্যাচে পরিণত হন।

অফ ফর্মে থাকা মুশফিকুর রহিম এদিনও করেন হতাশ। সাইমন আটাইর বলে পুল করে বাউন্ডারি লাইনে ধরা দেন ৮ বলে ৫ করা এই অভিজ্ঞ ব্যাটার।

শুরুতে সময় নিলেও সাকিব নিজেকে মেলে ধরেন সময়ের সঙ্গেই। বড় বড় ছক্কায় উড়তে শুরু করেছিলেন তিনি।  তবে ফিফটি কাছে গিয়ে চার্লস আমিনির দারুণ ক্যাচে পরিণত হন। ৩৭ বলে ৩ ছক্কায় ৪৬ করেন তিনি।

পাঁচে নামা মাহমুদউল্লাহ এদিন ছিলেন শুরু থেকেই আগ্রাসী। একাদশ ওভারে নেমেই তুললেন রান ঝড়। আফিফ হোসেনকে এক পাশে রেখে ২৭ বলেই অধিনায়ক পৌঁছান ফিফটিতে। এরপরই অবশ্য ক্যাচ দিয়ে থেমেছেন তিনি।

২৮  বলের ইনিংসে মাহমুদউল্লাহ ৩ চারের সঙ্গে মেরেছেন ৩ ছক্কা। আফিফ শুরুতে সময় নিয়ে পরে কিছু বাউন্ডারি পেয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত থাকেননি। ১৯তম ওভারে তার বিদায় হয় ১৪ বলে ২১ করে।

শেষ ওভারে ঝড় তুলে দলের রান ১৮০ ছাড়িয়ে নেন সাইফুদ্দিন। তার ১ ছয় ২ চারে শেষ ওভার থেকে বাংলাদেশ তুলে ২০ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৮১/৭  ( নাঈম ০, লিটন ২৯, সাকিব ৪৬, মুশফিক ৫, মাহমুদউল্লাহ  ৫০,  আফিফ ২১, সোহান ০, সাইফুদ্দিন ১৯* , শেখ মেহেদী ২*  ; মরেয়া ২/২৬  , রাভু  ২/৪০,  চাঁদ ০/৫৩,   সেসে ০/২০  , আসাদ ২/২৬ , আমিনি ০/৯, আটাই ১/৬ )

পাপুয়া নিউগিনি: ১৯.৩ ওভারে ৯৭  (সিকা ৫,  আসাদ ৬,  আমিনি ১, সেসে  , আটাই ০, হিরি  ৮, ভানুয়া ০, ডরিগা ৪৬* , চাঁদ ১১, মরেয়া ২, রাভু  ৫ ; সাইফুদ্দিন ২/২১, মোস্তাফিজ ০/৩৪,  তাসকিন ২/১২ , সাকিব ৪/৯, শেখ মেহেদী  ১/২০ )

ফল: বাংলাদেশ  ৮৪  রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।