বিনয় ছিল তাঁর স্বভাবজাত

রুশো মাহমুদ <<

সুপ্রভাত বাংলাদেশের প্রতিষ্ঠাকালের সম্পাদক সৈয়দ আবুল মকসুদ, দেশের জনপ্রিয় কলাম লেখক। লেখালেখির মধ্যেই যাঁর সারাজীবন বসবাস। পরলোকে চলে গেলেন গতকাল সন্ধ্যায়। তাঁর বিদেহী আত্মা ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাবনত সুপ্রভাত পরিবার।

আপাদমস্তক প্রগতিশীল, সজ্জন আর বড়ই সাদামাটা এক মানুষ ছিলেন তিনি। অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে তাঁর কলম ছিল আপসহীন। সরল ভাষা, অসাধারণ রসবোধ, ধারালো বিদ্রুপ, নির্ভুল তথ্য আর বিশ্লেষণ গুণে তাঁর প্রতিটি লেখাই পাঠক মনে নাড়া দিয়ে গেছে।

সুপ্রভাত পরিবার তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছে। পরিবার-পরিজন ছেড়ে সুপ্রভাতের শুরুর দিনগুলিতে তাঁর নিরলস ও উদ্যোমী কর্মকুশলতা ভুলে যাওয়ার নয়।
বিনয় তাঁর ছিল স্বভাবজাত। সৌজন্যবোধ তাঁকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এই মানুষটিকে হারিয়ে আমরা শোকাভিভূত।