বিচারকের ওপর হামলার মামলায় দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক »

নগরীতে বিচারকের ওপর হামলার মামলায় গ্রেফতার দু’জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। তবে একই ঘটনায় গ্রেফতার দুই নারীকে রিমান্ডে নেওয়ার আবেদন আদালত নাকচ করেছেন।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সাদ্দাম হোসেন এ আদেশ দিয়েছেন জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-প্রসিকিউশন) কামরুল ইসলাম।

হামলার ঘটনায় গ্রেফতার চার জন হলেন বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজা (৪৫), তার বোন মাসুকা সুলতানা (৩৫) ও জিবান সুলতানা (২৮) এবং গাড়িচালক আব্দুর রহিম (৩৮)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর জিইসি মোড় সংলগ্ন ও আর নিজাম রোডে সস্ত্রীক হামলার শিকার হন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ মো. অলি উল্লাহ।

এ ঘটনায় চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদি হয়ে পাঁচ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে চার জনকে পুলিশ গ্রেফতার করে। রানা মর্তুজার বোন মাসুকার স্বামী শিশির মাহমুদ (৪০) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানিয়েছে।