বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট : নাইক্ষ্যংছড়ি ও আলীকদম চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবান জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল শেষ হয়েছে। এবারের আসরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন (বালক) ও আলীকদম (বালিকা) একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে বান্দরবান স্টেডিয়ামে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছিন পারভীন তিবরিজী। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক) ফাইনালে রোয়াংছড়ি একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাইক্ষ্যংছড়ি সদর একাদশ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লামা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আলীকদম একাদশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, পুলিশ সুপার  জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান ও সাইফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,  রোয়াংছড়ি ইউএনও আবদুল্লাহ আল জাবেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কী, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চাক। এই আসরে (বালিকা) ম্যান অব দ্যা ম্যাচ টুম্পা, সেরা গোলরক্ষক লাকিং মে, (বালক) ম্যান অব দ্য ম্যাচ আমিন, সেরা গোলরক্ষক সাদেক  এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে নাইকক্ষ্যংছড়ি একাদশের আক্য মারমা।