বান্দরবানে করোনা ভ্যাকসিন প্রদান শুরু ৭ ফেব্রুয়ারি

সংবাদদাতা, বান্দরবান :

বান্দরবানে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ সেবা নেওয়ার জন্য ৫ ফেব্রুয়ারির মধ্যে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকাদান কার্ড এবং সম্মতিপত্র সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়। এতে আরও বলা হয় ৫৫ বছরের উর্ধ্বে ব্যক্তিগণ টিকাদানে অগ্রাধিকার পাবেন। ১৮ বছরের নিচ গর্ভবতী মহিলা এবং গুরুত্বর অসুস্থ ব্যক্তিদের কোভিড- ১৯ ভ্যাকসিন দেয়া হবে না। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বান্দরবান সদর হাসপাতাল, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিএমএইচ, বান্দরবান সদর, আলীকদম হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হবে।
উল্লেখ্য, বান্দরবানে প্রথম পর্যায়ে ১২ হাজার মানুষকে দেওয়া হবে করোনার টিকা। গত ৩১ জানুয়ারি ঢাকা থেকে ১২ হাজার ডোজ কোভিড- ১৯ ভ্যাকসিন বান্দরবানে এসে পৌঁছে। বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু এসব ভ্যাকসিন গ্রহণ করে সদর হাসপাতালের ইপিআই স্টোরে সংরক্ষণে রাখা হয়। টিকা প্রদান বিষয়ে ৭ উপজেলার ৫০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।