বাংলাদেশ দলকে শুভকামনা স্প্যানিশ কোচের

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

জেমি ডের জায়গায় আকস্মিকভাবেই কোচের পদে এসেছিলেন অস্কার ব্রুজন। তাও শুধু সাফ চ্যাম্পিয়নশিপের জন্য। স্প্যানিশ কোচের অধীনে সেখানে আশাজাগানিয়া ফুটবলই খেলেছে বাংলাদেশ। চিরচেনা রক্ষণের খোলস থেকে বের হয়ে কিছুটা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। অল্পের জন্য সাফল্য ধরা দেয়নি যদিও!
মালের প্রতিযোগিতা শেষে ব্রুজন আর দায়িত্বে থাকেননি। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এসেছেন মারিও লেমস। স্বল্প সময়ের জন্য কোচ হলেও বাংলাদেশ দলের প্রতি আলাদা টান তার আছে। সে কারণে নতুন কোচের অধীনেও জামালদের শুভকামনা জানাতে ভোলেননি।
কাল থেকে শ্রীলঙ্কার কলম্বোয় প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে চার জাতি ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। শুরুতে বাংলাদেশের প্রতিপক্ষ পূর্ব আফ্রিকার ছোট্ট দ্বীপ দেশ সেশেলস। মুখোমুখি হওয়ার আগে জামাল ভূঁইয়াদের উদ্দেশ্যে ব্রুজন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আশা করছি, তারা ভালো একটি প্রতিযোগিতা শেষ করতে পারবে। ভালো ফল হবে। আমার মনে হয় ওরা ফাইনালে দল।’
স্পেনে ছুটি কাটালেও বাংলাদেশের ম্যাচ দেখার চেষ্টা করবেন বসুন্ধরা কিংসের এই কোচ। বাংলাদেশ দলকে নিয়ে তার প্রত্যাশা, ‘আমি স্পেন থেকে বাংলাদেশের খেলা দেখার চেষ্টা করবো। বাংলাদেশ ফাইনালে খেলতে পারলে ভালো লাগবে।’