বাঁশখালীতে আগুনে ২৬ জেলের ঘর পুড়ে ছাই, আহত ১৭

ক্ষতি ১ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী :
বাঁশখালীর গ-ামারা ইউনিয়নের পূর্ববড়ঘোনা গ্রামে বৃহস্পতিবার রাত ৯টায় ২৬ জেলে পরিবারের ঘর-বাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ১৭ ব্যক্তি আহত হয়েছেন।
জানা গেছে, বাঁশখালীর গ-ামারা ইউনিয়নের পূর্ববড়ঘোনা গ্রামে বৃহস্পতিবার রাত ৯টায় ২৬ জেলে পরিবারের ঘর-বাড়ি পুড়ে গেছে। বঙ্গোপসাগরের মোহনায় জ্বলকদরখালের পাড়ে গড়ে ওঠা জেলে পল্লীতে যোগাযোগ অসুবিধায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি। স্থানীয় জনপ্রতিনিধির হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা হবে বলে জানান।
ক্ষতিগ্রস্ত জেলে সুনীল জলদাস, সুজন জলদাস, সন্তোষ জলদাস বলেন, আগুনের কারণ কী তারা জানেন না। কিভাবে রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকা- হল কিছুই বুঝতে পারছেন না। তারা ঘর-বাড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে।
গ-ামারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বাদশা বলেন, ২৬টি জেলে পরিবারের ঘর-বাড়ি, আসবাবপত্র, মাছ ধরার জালসহ বিবিধ সামগ্রী পুড়ে গেছে। ক্ষতি আনুমানিক ১ কোটি টাকা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে ১৭ জন।
বাঁশখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজী বলেন, ‘আগুনে ঘর-বাড়ি পুড়ে যাওয়া ২৬ জেলে পরিবারের নিরাপত্তা ব্যবস্থা, বাসস্থান ও খাদ্য সংকটদূরীকরণে প্রাথমিকভাবে স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দিয়েছি। পরে সরকারিভাবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’