প্রান্তিক পর্যায়ের খামারিদের উন্নয়নে কাজ করছে মমতা

উপকারভোগীদের মাঝে মাছের পোনা বিতরণ

মমতা পরিচালিত মৎস্য ও প্রানিসম্পদ ইউনিটের মৎস খাতের আওতায় ১০ এপ্রিল কলেজ বাজার শাখার উপকারভোগীদের রুই, কাতল, মুগেল, কালিবাউশ, কার্পিও এবং সিলভার কার্প মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এছাড়াও পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত ইউনিটের আওতায় সদস্যদের মাঝে মজুদ ব্যবস্থাপনার বিভিন্ন ওষুধ, চুন, জৈব-অজৈব সার, ঝাঁকিজাল ও সাইনবোর্ড এবং বিভিন্ন সবজির চারা ও বীজ বিতরণ করা হয়।
মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পটিয়া মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মো. আবু তৈয়ব, মমতা’র কৃষি, মৎস্য ও প্রানিসম্পদ ইউনিটের সহকারী পরিচালক, সংশ্লিষ্ট মৎস কর্মকর্তা, শাখা ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
উপকারভোগীদের মাঝে উল্লেখিত সামগ্রী বিতরণপূর্বক এক আলোচনা সভায় বক্তারা বলেন প্রান্তিক প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি