প্রধানমন্ত্রীর সমাবেশের সম্ভাব্য স্থান পরিদর্শনে ভূমিমন্ত্রী

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন

আনোয়ারা সংবাদদাতা »

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের উদ্বোধন হবে ২৮ অক্টোবর। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল উদ্বোধনের পর আনোয়ারা প্রান্তে সুধী সমাবেশে বক্তব্য দেবেন। তাই প্রধানমন্ত্রীর এই সমাবেশকে সামনে রেখে সমাবেশ স্থলের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে সমাবেশের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা চায়না ইকোনমিক জোনের সংরক্ষিত এলাকা, কেইপিজেড সংলগ্ন মাঠ পরিদর্শন করেন মন্ত্রী। এর আগে নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১৩ আসন আনোয়ারা-কর্ণফুলীর হাইলধর খাসখামা বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন মন্ত্রী।

এ সময় আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক, বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, বৈরাগ ইউনিয়ন চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জসীম উদ্দিন, ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনের বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুধী সমাবেশের জন্য এখনো নির্দিষ্ট করে কোনো স্থান নির্ধারণ করা হয়নি। তবে প্রাথমিকভাবে চায়না ইকোনমিক জোনের সংরক্ষিত এলাকা, কেইপিজেড সংলগ্নমাঠসহ কয়েকটি জায়গা শুক্রবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি পরিদর্শন করেছেন। তিনি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরে প্রয়োজনীয় প্রসেসিং এর মাধ্যমে হাই অথরিটি বিষয়টি নিশ্চিত করবেন।