প্রথম বিভাগ ফুটবল লিগ কাল থেকে

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

প্রিমিয়ার ফুটবল লিগ প্রায় শেষ পর্যায়ে। আড়ামী ৯ নভেম্বর শেষ হবে এ লিগ। এরমধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগ কাল (২৯ অক্টোবর) থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। বিকেল সাড়ে তিনটায় লিগের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধনী খেলায় শতদল ক্লাব ও আগ্রাবাদ কমরেড ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। এ উপলক্ষে গতকাল বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল লিখিত বক্তব্যে লিগের বিভিন্ন দিক তুলে ধরেন। এ লিগে ১০টি দল অংশগ্রহণ করছে।
দলসমূহ হচ্ছে শতদল ক্লাব, বাকলিয়া একাদশ, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, রাইজিং স্টার ক্লাব, কল্লোল সংঘ, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, কর্ণফুলী ক্লাব, বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স, ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব, আগ্রাবাদ কমরেড ক্লাব। সরাসরি লিগ পদ্ধতিতে ৪৫টি খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এ লিগের জন্য আর্থিক সহযোগিতা পাওয়া যাবে বলে জানানো হয়। সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, স্পন্সর প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী অনুপ বিশ্বাষ, সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, হাসান মুরাদ বিপ্লব, সিডিএফএ নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, কাজী জসিম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, মাকসুদুর রহমান বুলবুল, সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত প্রমুখ।