‘প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা জরুরি’

উৎসের প্রশিক্ষণ

নগরীর কোডাক ট্রেনিং সেন্টারে গতকাল শুক্রবার হতে উৎস এর আয়োজনে এবং ড্যান চার্চ এইড (ডিসিএ) এর সহযোগিতায় ‘প্রমোটিং এডুকেশনাল রাইটস্ অব পারসন্স উইথ ডিজএবিলিটিস’ শীর্ষক প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী জাতীয় আইন, নীতিমালা ও জাতিসংঘ প্রণীত নীতিমালা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে প্রকল্পের প্রতিবন্ধী শিক্ষার্থী ফোরামের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রকল্পের চলমান কর্মসূচি হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণে ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে একজন দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় আইন ও নীতিমালা বিষয়ে সচেতনামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। কারণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষিত ও জনশক্তি হিসেবে গড়ে ওঠার পূর্বশর্ত হচ্ছে অধিকারভিত্তিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠা। আর এজন্য প্রয়োজন জাতীয় প্রতিবন্ধী আইন, নীতিমালার ও প্রতিবন্ধী বিষয়ক জাতিসংঘ সনদের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন।
এ প্রশিক্ষণ প্রতিবন্ধী আইন, নীতিমালা ও প্রতিবন্ধী বিষয়ক জাতিসংঘ সনদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সংশ্লিষ্ট সুযোগসহ প্রবেশাধিকারগুলো নিশ্চিত করবে। কর্মমুখী আত্মোন্নয়ন শিক্ষা অর্জন, চাকরির বাজারে সহজলভ্য প্রবেশাধিকার ও গুণগতমানের দক্ষতা অর্জনেও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন উৎস এর মনিটরিং অফিসার আবুল হাসেম খান। প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাফিয়া বেগমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিভাস কুমার, প্রশিক্ষক ও ইন্টারন্যাশনাল ইন্সস্টিটিউট অব প্রজেক্ট ম্যানেজমেন্ট এর লিড কনসাল্ট্যান্ট, ফাউন্ডার ও সিইও নূরুল মোস্তফা কামাল জাফরি, প্রমোটিং এডুকেশনাল রাইটস্ অব পারসন্স উইথ ডিজএবিলিটিস প্রকল্পের একাউন্টস্ অফিসার তাসলিমা আক্তার, কমিউনিটি মবিলাইজার মোহাম্মদ আলী ও মোহাম্মদ নাসির প্রমুখ। বিজ্ঞপ্তি