প্যারিসে লকডাউন

সুপ্রভাত ডেস্ক :

মহামারি করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের (থার্ড ওয়েভ) শঙ্কায় এক মাসের লকডাউনে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

এক মাসব্যাপী এই লকডাউনের আওতায় থাকবে দেশটির ১৬টি অঞ্চলের প্রায় ২১ মিলিয়ন মানুষ।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স জানান, আগে লকডাউনের সময় যতটা কড়াকড়ি আরোপ ছিল এবার তেমনটা থাকছে না। মানুষ বাইরে বের হওয়ার সুযোগ পাবে।

তিনি বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, এটা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।

সম্প্রতি ফ্রান্সের করোনার সংক্রমণ হঠাৎ করেই ব্যাপক হারে বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৫ হাজারের বেশি মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে লকডাউন শুরু হওয়ার পর থেকে প্যারিসে অতি প্রয়োজনীয় নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালানো যাবে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, বাড়ির বাইরে বের হয়ে ছয় মাইলের বেশি দূর যেতে পারবেন না কেউ। এক জায়াগ থেকে আরেক জায়গায় যেতে হলে উপযুক্ত কারণ দেখা হবে। বাইরে বের হতে একটি ফরম পূরণ করতে হবে সবাইকে।