পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী, ফটিকছড়ি ও চকরিয়া »
উপজেলার বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন এলাকায় পুকুরে ডুবে মো. আয়াতুল ইসলাম নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই এলাকার মুন্সি মিয়া মেম্বার বাড়ির মো. শফির পুত্র আয়াতুল ইসলাম। স্থানীয়রা জানায়, আয়াতুলের পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশু আয়াতুল ঘরের বাইরে গিয়ে খেলা করছিল। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।এসময় তাকে উদ্ধার করে হাটহাজারী সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া
চকরিয়া উপজেলার হারবাংয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় রেললাইনের নির্মাণশ্রমিক মো. ইসমাইল (২৬) নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়া পাড়ার মো. আবুল কালামের ছেলে।
নিহতের মামা শিক্ষক মো. মানিক মিয়া বলেন, আমার ভাগিনা নির্মাণাধীন রেললাইনে শ্রমিকের কাজ করত। শনিবার সকাল ১০টার দিকে কর্মস্থলে যেতে হারবাং নোয়াবাজার এলাকার হাইস্কুলের সামনে হেঁটে সড়কের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিল। হঠাৎ কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে চকরিয়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর লতাপীরের মাজার সংলগ্ন মৎস্যঘেরে এ ঘটনা ঘটেছে।
নিহত মো. আবদুল্লাহ সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম।
ফটিকছড়ি
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে মোহাম্মদ এমরান হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র মুরগির ফার্মে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত এমরান উক্ত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাপমারা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
জানা যায়, নিহত মো. ইমরান হোসেন স্থানীয় শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় ও পরিবারের অভাবের কারণে সে ওই এলাকার জনৈক শফির ফার্মে চাকরি নেয়। সেখানে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়।এদিকে, কাঞ্চননগরে বিষাক্ত সাপের কামড়ে মো. আব্বাস উদ্দিন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকালে দক্ষিণ কাঞ্চননগর পূর্ব টিলা পাড়াএলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্বাস উদ্দিন একই এলাকার মো. জানে আলমের ৩য় পুত্র। স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে বিষাক্ত সাপে কাটে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, ফলে সারা শরীরে বিষের বিষক্রিয়া শুরু হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।