পাঠানটুলীতে সুরক্ষা সামগ্রী দিলো রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল

পাঠানটুলীতে সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করছেন রোটারি ক্লাব অব ইম্পেরিয়াল নেতৃবৃন্দ

রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর পাঠানটুলী এলাকায় সূর্যের হাসি ক্লিনিকে ডাক্তার-নার্সদের সুরক্ষার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আরসাদুর রহমান রিটু। সূর্যের হাসি ক্লিনিকের পক্ষে সুরক্ষার সামগ্রী গ্রহণ করেন প্রধান মেডিক্যাল অফিসার ডা. সুস্মিতা দেব পূজা, ক্লিনিক ম্যানেজার দেবাশীষ কান্তি বিশ্ব, সূর্য হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপের সভাপতি দোস্ত মোহাম্মদ, সচিব মো. রাশেদ খান।
ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন কোভিড-১৯ প্রজেক্ট চেয়ারম্যান প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. মো. নজরুল ইসলাম নান্টু, রোটা. ডা. জনি সরকার, রোটা. মো. আব্দুল হাকিম, রোটা. কাজী কামরুল ইসলাম চুন্নু, রোটা. ফারজান নাহার ফাতিমা, ইন্টার এক্টর মো. ফাইয়াজুল ইসলাম।
রোটা. মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু ফেলকন গভর্নর আতাউর রহমান পীর মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডা. সুস্মিতা দে পূজা বলেন, রোটারিয়ানরা আর্তমানবতার সেবায় কাজ করে আসছে তাদের এই সহযোগিতা মানব সেবার কাজে অবদান রাখবেন। বিজ্ঞপ্তি