পটিয়া ও আনোয়ারা উপজেলা দক্ষিণ অঞ্চলের ফাইনালে শারমিন ও মনি’র হ্যাটট্রিক

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক :

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা পর্যায়ে পটিয়া ও আনোয়ারা উপজেলা দক্ষিণ অঞ্চলের ফাইনাল নিশ্চিত করেছে। আগামী ২৪ জুন উভয় দল ফাইনালে মোকাবেলা করবে। গতকাল সকালে এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পটিয়া উপজেলা ৪-০ গোলে বোয়ালখালী উপজেলাকে পরাজিত করে।

তাদের তানজু, এ্যানি, রেশমি ও পুজান্তা ১টি করে গোল করেন। ২য় সেমিফাইনালে সাদিয়া ও ফাহমিদার হ্যাটট্রিকের কৃতিত্বে আনোয়ারা উপজেলা ১০-০ গোলে চন্দনাইশ উপজেলাকে পরাজিত করে গোল উৎসবে মেতেছে। সাদিয়া একাই ৫ গোল করেন। অন্যদের মধ্যে পুর্ণিমা দাশ করেন ২ গোল। সকালে বঙ্গমাতা ফুটবলের উত্তর জোনের খেলায় শারমিন ও মনি দাশের হ্যাটট্রিকের সুবাদে রাউজান উপজেলা ৭-০ গোলে মিরসরাই উপজেলাকে পরাস্ত করে। শারমিন একাই ৪ গোল  করেন।

অপর খেলায় সন্দ্বীপ উপজেলার অনুপস্থিতিতে রাঙ্গুনিয়া উপজেলা ওয়াকওভার লাভ করে। আজ বঙ্গবন্ধু টুর্নামেন্টে পাহাড়তলী-বন্দর (সকাল ৯টা ৩০), চন্দনাইশ-বাঁশখালী উপজেলা (বিকাল ৩টা), রাউজান-হাটহাজারী (বিকাল ৪টা ৩০), বঙ্গমাতা টুর্নামেন্টে রাঙ্গুনিয়া-সীতাকু- (সকাল ১০টা ৩০) উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করবে।