নেতৃত্বের গুণাবলী তৈরি করে বিতর্ক

#রোটারি সাগরিকা দৃষ্টি বিতর্ক কর্মশালা

চিন্তার মননশীলতা ও বিতর্কের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার পৃষ্টপোষকতায় ‘রোটারি সাগরিকা দৃষ্টি ২০তম স্কুল বিতর্ক কর্মশালার’ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার সাফিয়া গাজী রহমান দৃষ্টি লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮২ এর সাবেক গর্ভনর অধ্যাপক তৈয়ব চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরী। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সহ-সভাপতি শহীদ ইসলাম হিরো, সাংগঠনিক স¤পাদক কাজী আরফাত ও অর্থ স¤পাদক মুন্না মজুমদার। অনুষ্ঠানের অধ্যাপক তৈয়ব চৌধুরী বলেন, কোন কাজে সফলতা পেতে হলে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কবি ও ছড়াকার রোটারীয়ান জিন্নাহ চৌধুরী বলেন, বিতর্ক আমাদের শেখায় কথা বলতে। দৃষ্টির বিতর্ক কর্মশালা শিক্ষার্থীদের যুক্তিবাদী হতে শেখাবে। বিতর্ক মানুষের নেতৃত্বের গুণাবলী তৈরি করে।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন প্রাক্তন বিতার্কিক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার বিজয় বসাক, মাহফুজ মিশু, ড. আদনান মান্নান, আবদুল্লাহ মোহাম্মদ শুকরানা, সাইফুদ্দিন মুন্না, জিয়াদ আল মেহেদী ও সাকিব বিন রশিদ। বিজ্ঞপ্তি