নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার

খান ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন “নারীর রাজনৈনিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্য ও অপরাজিতাদের মধ্যো সংলাপ ৩ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংরক্ষিত-৬ আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুল সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মাঈন উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট দিল আফরোজ ইসলাম, মহিলা বিষযক অধিদপ্তরের উপ পরিচালক মাধবী বড়–য়া, সিনিয়র সাংবাদিক ডেইজি মওদুদ, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। অপরাজিতার প্রোগাম কো অর্ডিনেটর ওমর খৈয়ামের পরিচালনায় এতে প্রবন্ধ পাঠ করেন নার্গিস বিনতে ইসলাম, ইমরানা করিম।
স্বাগত বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের জেলা কো অর্ডিনেটর রেহেনা মান্নান।
মুক্ত সংলাপে আলোচনায় অংশ নেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রেহেনা ফেরদৌস চৌধুরী, কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা কাজমী, রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, পটিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম শিরু, চসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা, ইউপি মহিলা সদস্য উম্মে সাজিয়া সুলতানা কক্সবাজার সদরের ইউপি সদস্য আনজুমান আরা, গুলজার বেগম, মরিয়ম বেগম প্রমুখ।
সভায় টেলি কনফারেন্সে শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, নারীদেরকে আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক।নারী উন্নয়নে জননেত্রী বিশ্বের রোল মডেল। তিনি বলেন, নারীদেরকেও নিজেদের মানুষ হিসেবে নিজ নিজ পেশায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। নারীদের ক্ষমতায়নে অনেক সমস্যা থাকলেও তা অবশ্যই ধীরে ধীরে সমাধান হবে। নারী উন্নয়নে বর্তমান সরকার অতীতের সকল সরকারের তুলনায় অনেক বেশি অগ্রগামী।
তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করারও আহবান জানান। প্রধান আলোচক সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকারে। নারী উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠিত। আজ শিক্ষায় সবচেয়ে এগিয়ে। প্রতিটি পেশায় নারীরা অনেক জায়গায় পুরুষের চেয়ে সফলতার স্বাক্ষর রেখে চলেছে ।
নারীর রাজনৈতিক ক্ষমতায়নও ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে। অনেক নারী সরাসরি জনপ্রতিনিধি যেমন হচ্ছে রাষ্ট্রের নানান গুরুত্বপুর্ণ জায়গায় নারীরা আজ অবস্থা ও বিশ্বাসের সাথে কাজ করছে। তিনি বলেন তারপরে নারীদের ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব কিছু কিছু প্রতিবন্ধকতা অবশ্যই রয়েছে। সে সব প্রতিবন্ধকতা সমস্যা সমাধানে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, প্রশাসন, সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধিসহ সমাজের সকল স্তরের মানুষের মাঝে অবশ্যই সমন্বয় থাকতে হবে। তিনি সকলকে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি