নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নের প্রত্যয়

উইমেন চেম্বারের কর্মশালা

চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেমিনার হলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন ও চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে বাস্তবায়নাধীন সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) শীর্ষক প্রকল্পের কারিগরি সহায়তা অংশের আওতায় বিজনেস ইনকিউবেশান সেন্টার এর মাধ্যমে বাংলাদেশে এই প্রথম নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনকে অবহিত করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইনচার্জ (সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট) আবিদা মোস্তফা’র সভাপতিত্বে কর্মশালায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর ইনকিউবেশন এক্সপার্ট সফিকুর রহমান খাঁন, এসএমই ফাউন্ডেশন এর ডিজিএম মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, এজিএম সুমন চন্দ্র সাহা, মোর্শেদ আলম, অ্যাডভোকেট শাহীন আফতাবুর রহমান চৌধুরী, এস. এস. ট্রেডিং ওয়াটার বাস সার্ভিসের চেয়ারম্যান শাখাওয়াত হোসাইন, চবি প্রফেসর জামাল, চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর এর পরিচালক প্রফেসর ডা. মো. মশিউল হক, সাউদার্ণ ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্ট এর প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান, অ্যাসিস্টেন্ট প্রফেসর রেহনুমা সুলতানা, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল এর প্রেসিডেন্ট ইনচার্জ সৈয়দ মো. মোর্শেদ হোসাইন, বিডা’র প্রশিক্ষক সিন্ধু গাইন, নাসিব চট্টগ্রাম এর প্রেসিডেন্ট মো. নুরুল আজম খান, ঢাকা ব্যাংকের এভিপি মো. রফিকুল ইসলাম, ইপিবি এর ইনভেস্টিগেটর মো. মজিবুর রহমান, চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক (প্রশিক্ষণ এবং ক্যাপাসিটি বিল্ডিং) লুৎমিলা ফরিদ, পরিচালক শাহেলা আবেদিন, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার, প্রাক্তন পরিচালক কাজী তুহিনা আক্তার, লুৎফা সানজিদা, খালেদা আক্তার চৌধুরী, সদস্য সিতারা রহমান, বেবী হাসান-সহ এসএমই সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি