দেশের সমৃদ্ধিতে জিয়াউর রহমান অবদান রেখেছেন

৪০তম শাহাদাত বার্ষিকীতে পুস্পস্তবক অর্পণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দিনটি জাতীয় জীবনে খুবই শোকাবহ দিন। ১৯৮১ সালের ৩০ মে সার্কিট হাউসে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেন।
বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য অংশ’।
তিনি গতকাল রোববার দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে নগরীর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানের বিপ্লব বেদিতে পুস্পস্তবক অর্পণকালে এ কথা বলেন।
এর পরে নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বড় গ্যারেজ এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির ১০ম দিনে মহানগর বিএনপির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে সার্কিট হাউসস্থ জিয়া স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ হিসেবে এদেশের সমৃদ্ধির প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সততা ও দেশপ্রেম ছিল সকল প্রশ্নের ঊর্ধ্বে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, কাজী বেলাল উদ্দীন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আশরাফ চৌধুরী, হারুন জামান, জাহাঙ্গীর আলম দুলাল, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, এম আই চৌধুরী মামুন, রাহেলা জামান, ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, আরিফ মেহেদি, মালেক ফারুকী, মো. মহসিন, নুরুল হক, কাজী শামসুল আলম, মন্জুর আলম মন্জু, এম এ হালিম বাবলু, হাসান ওসমান চৌধুরী, হাজী ইমরান উদ্দীন, সাদেকুর রহমান রিপন, নাজিমুল হক নাজু, এম এ গফুর বাবুল, মো. আলী, সাইফুল ইসলাম নিরব, জিয়াউর রহমান জিয়া, তৌহিদুল ইসলাম রাসেল, মো. আলাউদ্দিন, মো. সালাউদ্দীন, আসাদুর রহমান টিপু, আবদুল আহাদ রিপন, মো. পারভেজ, গাজী শওকত, আকতার হোসেন লেদু, সাইদুর রহমান বেলাল, মো. শাহ আলম, নিজাম উদ্দিন আহমেদ, মজিবুর রহমান, হাজী কামাল উদ্দিন, কানন, জনী, মো. হোসেন, সাজ্জাদ, চিসতী, আজগর প্রমুখ।
দক্ষিণ জেলা বিএনপি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় ২নম্বর গেইটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও মোস্তাক আহমেদ খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, জিয়াউর রহমানের স্থান এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে। চট্টগ্রামের মাটি ও মানুষের সাথে জিয়াউর রহমানের আত্মার সম্পর্ক। দেশ ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সকলকে এগিয়ে আসতে হবে। বীর চট্টলার জনগণ জিয়াউর রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করবে না। সভাপতির বক্তব্য আবু সুফিয়ান বলেন জিয়ার আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে। এ সময় উপস্থিত ছিলেন এনামুল হক এনাম, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, অ্যাডভোকেট কাসেম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, শহীদুল আলম শহীদ, নুরুন নবী চৌধুরী, আকতার ফারুখ, হাফেজ মাওলানা আব্দুল করিম, জামাল হোসেন, মোহাম্মদ হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি