দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে

চট্টগ্রাম জিপিও জেলা শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এম রেজাউল করিম চৌধুরী

পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের সভা

ইতিহাসের ধারাকে স্তব্ধ করা বা গতিকে থামানো যায় না। বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছেন, যতদিন বাঙালি বেঁচে থাকবে ততদিন প্রতিটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু অমর হয়ে থাকবেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর একজন আদর্শিক কর্মী হিসাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা বিনির্মাণে আমাদের সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব নিয়ে সততার সাথে মানুষের সেবা ও দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।
বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি নম্বর- বি ২১২৯) চট্টগ্রাম জিপিও জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় ২৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ টায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, চট্টগ্রাম জিপিও, পূর্বাঞ্চলের ডাক জীবন বীমা রিজিওনাল ম্যানাজার এ,বি,এম ফজলুল হক, ঊধ্বর্তন পোস্ট মাস্টার, চট্টগ্রাম জিপিও, ডা. মো. নিজাম উদ্দিন, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (তদন্ত) পূর্ব সার্কেল, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল চট্টগ্রাম বিভাগ মোহাম্মদ তৈয়ব আলী। এতে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের নেতা আবুল হোসেন আবু, গাজি জসিম উদ্দিন, সাবের আহমদ, শওকত হাসান লিটন, পোস্ট ম্যান ইউনিয়নের মো. আজিজ, মুছা আলম, বিদ্যুৎ কুমার দে, আব্দুর রহিম চৌধুরী, সেকান্দর হোসেন তালুকদারসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি