দময়ন্তী শর্মার স্মরণসভা

সাতকানিয়া থানার অন্তর্গত মধ্যম কাঞ্চনা গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজসেবক মাস্টার সুনীতি শর্মার সহধর্মিণী, বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার অতিরিক্ত মহাসচিব বিশিষ্ট জ্যোতিষস¤্রাট শ্রী সলিল আচার্যের শাশুড়ি, মাস্টার রতœা আচার্য মা শ্রীমতি দময়ন্তী ২২ মার্চ সকাল বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান। একই দিন পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়।
সম্প্রতি মধ্যম কাঞ্চনায় নিজ বাসভবনে দময়ন্তী শর্মার পারলৌকিক কর্মানুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় বক্তব্য রাখেন ড. অধ্যক্ষ এ আর আচার্য, প-িত মতিলাল আচার্য, প-িত মনোরঞ্জন আচার্য, প-িত সলিল আচার্য, প-িত রাজু আচার্য, জয় আচার্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, কার্তিক আচার্য, শয়ন আচার্য, তপন আচার্য, প্রান্ত শর্মা। এতে আরো উপস্থিত ছিলেন রতœা আচার্য, স্বপ্না আচার্য, ঝর্নাশ্রী শর্মা, সুমি আচার্য, কৃষ্ণা আচার্য, সুশান্ত শর্মা, প্রশান্ত শর্মা, শ্রীকান্ত শর্মা, লিজা শর্মা, অপরাজিতা আচার্য, জয়িতা আচার্য, বাবুল আচার্য, রূপন আচার্য, অন্বেষা শর্মা, ঐশী শর্মা, সুদীপ্ত শর্মা। সমাজসেবিকা দময়ন্তী শর্মা মৃত্যুতে আচার্যসমাজ এক নির্লোভ নিঃস্বার্থ সমাজসেবককে হারিয়েছে। বিজ্ঞপ্তি