‘জিয়াউর রহমান ছাড়া ইতিহাস অসম্পূর্ণ’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমদ খানের নেতৃত্বে র‌্যালি বের হয়।
পরে বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন এনামুল হক এনাম, চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী, আব্দুল গাফ্ফার চৌধুরী, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু, সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন তালুকদার, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, অ্যাডভোকেট শওকত ওসমান, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.এম. আব্বাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, বিএনপি নেতা মো. হাসান চেয়ারম্যান, চেয়ারম্যান আবুল কালাম আবু, সরওয়ার হোসেন, মো. ইফতেখার, আব্দুর রহিম, মহিউদ্দিন কাজল, আবুল হোসেন, হারুন রশিদ, আহমদুল হক সিকদার, মোস্তাক আহমদ, মেহেদী হাসান সুজন, মো. ফোরকান, মাওলানা আব্দুল করিম, মাহফুজুর রহমান আনিস, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু, জামাল হোসেন, অ্যাডভোকেট তৌহিদুল আলম মাসুদ সহ প্রমুখ।
মহানগর ছাত্রদল
নগরীর ২ নম্বর গেইটে র‍্যালি, বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও সংক্ষিপ্ত সমাবেশ করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। এসময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শহীদ জিয়ার নাম ব্যতিরে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ ।
মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সালাহউদ্দিন সাহেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জিএম সালাউদ্দিন কাদের আসাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিটু, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মো. আনাছ, মু. নূরনবী মহররম, সদস্য নজরুল ইসলাম, আবু কাওসার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম প্রমুখ।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ষোলশহর ২নং গেইটে বিপ্লব উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মহিলা দলের মহানগর সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, মো. মুছা, মহানগর বিএনপি নেতা আকতার খান, কামরুন হাসান, হাজী নুরুল হক, মো. হাবিবুর রহমান হাবিব, হাফিজুল ইসলাম মজুমদার মিলন, ওসমান জাহাঙ্গীর, মো. জানে আলম, বিএনপি নেতা আবুল খায়ের মেম্বার, মো. ইউসুফ, মো. রাজু প্রমুখ। বিজ্ঞপ্তি