জিয়াউর রহমানের রাজনীতির পথ ধরে আমরা এগিয়ে যাব

আলোচনা সভায় নোমান

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে, মানবাধিকার নেই। এদেশের মানুষ আবার মুক্তি চায়। মানুষ আবার লড়াই করতে চায়। তিনি বলেন, জিয়াউর রহমানের রাজনীতির পথ ধরে আমরা এগিয়ে যাব। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব।

গতকাল মঙ্গলবার বিকালে কাজীর দেউড়ি এপোলো শপিং সেন্টারের একটি কমিউনিটি সেন্টারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. ছিদ্দিক আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, একরামুল করিম, এম এ সবুর, অ্যাডভোকেট আবদুস সাত্তার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, অ্যাডভোকেট মুফিজুল হক ভূইয়া।

আলোচনায় আবদুল্লাহ আল নোমান বলেন, ইতিহাসের পরিবর্তন করা যায় না, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, জিয়াউর রহমানের রাজনীতি ছিলো এদেশের মানুষের জন্য, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য।

বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, আমরা সরকারের পতনের দাবিতে আন্দোলনে আছি। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

আবু সুফিয়ান বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের আধুনিক ও উন্নত রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তাঁর শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। অর্থনীতির চাকা সচল হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে।

সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, হারুন জামান, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ শাহেদ, এইচ এম রাশেদ খান, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মন্জুর রহমান চৌধুরী, মো. আজম, মোশাররফ হোসেন ডিপটি, জাকির হোসেন, জসিম উদ্দিন জিয়া, শরিফুল ইসলাম তুহিন, মনিরুজ্জামান টিটু, মনিরুজ্জামান মুরাদ, এম এ মুছা বাবলু, মামুনুর রশীদ শিপন প্রমুখ।