জামালখানে জরুরি স্বাস্থ্যসেবা ‘হ্যালো ডাক্তার’

এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের হ্যালো ডাক্তার প্রোগ্রামে জামালখান ওয়ার্ডে বক্তব্য রাখছেন চসিক নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনজুমান আরা 

করোনা ভাইরাস আতঙ্ক নয় প্রয়োজনীয় প্রতিরোধ, এই সেøাগানকে সামনে রেখে এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায়, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে হ্যালো ডাক্তারের কার্যক্রম নগরীতে অব্যাহত রয়েছে।

২১ নম্বর জামালখান ওয়ার্ডে এ কার্যক্রম উদ্বোধন করেন হ্যালো ডাক্তার কার্যক্রম নগরীর ২১টি ওয়ার্ডের সমন্বয়ক নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, কাউন্সিলর জহর লাল হাজারী।

এ সময় বক্তব্য রাখেন জামাল খান ওয়ার্ডের হ্যালো ডাক্তারের ব্যবস্থাপক, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চসিক নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নগর যুবলীগ সদস্য আনজুমান আরা।

হ্যালো ডাক্তার প্রোগ্রামে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ সদস্য আসহাব রসুল চৌধুরী জাহেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, বিপ্লব মিত্র (মহানগর কৃষক লীগ সহ-সভাপতি) জামাল খান ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, শফিক আহমেদ, শাহনেওয়াজ জসিম, মো. মাসুম, মহানগ যুবলীগ নেতা ইয়াছিন ভূঁইয়া, মোবারক হোসেন রিগেল, মো. ইমরান, নুর উদ্দিন বাবু, সালামত উল্লাহ মানিক, মো. রাকীবুল ইসলাম, সোহেল, সাকিব প্রমুখ।

হ্যালো ডাক্তার প্রোগ্রামের জরুরি স্বাস্থ্যসেবাগুলো হলো- টেলিমেডিসিন, অক্সিজেন, জরুরি ওষুধ সরবরাহ, স্যানিটাইজার সামগ্রী, টিকাদান, সকল প্রকার ডায়াগনস্টিক সুবিধা, করোনা সেম্পল কারেকশন, আইসোলেশন ও আইসিইউ এ্যাম্বুলেন্স এবং ধর্মীয় বিধি নিষিধ মেনে কাফন-দাফন-জানাযা ও সৎকার সেবা। বিজ্ঞপ্তি