জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে চায় তালেবান

সুপ্রভাত ডেস্ক »

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বিশ্বের প্রায় সকল দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান অথবা প্রতিনিধি। তবে এখন এই অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দিতে চায় আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। চলতি সপ্তাহেই সেখানে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে তারা।

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগের ঘোষণা এর মধ্যে করেছে তালেবান। তালেবানের মুখপাত্র ও কাতারে শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সোহাইল শাহীনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি চলতি সাধারণ সভায় সোহাইল শাহীনকে বক্তব্য পেশ করতে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে তালেবানের তরফে।

বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সোমবার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আগ্রহ প্রকাশ করেন। জাতিসংঘের একটি কমিটি এখন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগের ঘোষণা এর মধ্যে করেছে তালেবান। তালেবানের মুখপাত্র ও কাতারে শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সোহাইল শাহীনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি চলতি সাধারণ সভায় সোহাইল শাহীনকে বক্তব্য পেশ করতে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে তালেবানের তরফে।

জাতিসংঘের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তালেবানের এই আবেদন এখন জাতিসংঘের একটি কমিটি খতিয়ে দেখবে। ৯ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াও অন্তর্ভুক্ত রয়েছে।

আগামী সোমবার জাসিংঘের সাধারণ পরিষদের অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে এবং এর আগে ওই কমিটির বৈঠকে বসার কোনো সম্ভাবনা নেই। আর তাই, জাতিসংঘের বিধি অনুযায়ী- ওই কমিটি বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত বৈশ্বিক এই সংস্থাটিতে গোলাম আইজ্যাকজাই-ই আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে অবস্থান করবেন।