‘জনতার হৃদয়ে চিরনন্দিত হয়ে আছেন আখতারুজ্জামান চৌধুরী’

সিটি মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশরে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গতকাল সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম জননেতা আখতারুজ্জাান চৌধুরী বাবু’র ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা হাইলধর ইউনিয়নে তাঁর পারিবারিক কবরস্থানে ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে মেয়র বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় একজন পরীক্ষিত বঙ্গবন্ধুর আদর্শের দুর্জয় সৈনিক হিসেবে আখতারুজ্জামান বাবু নিজেকের প্রতিষ্ঠিত করেন। তিনি মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সুখ-দুঃখের জীবন ধারার এক অবিচ্ছেদ হয়ে আছেন। সে কারণে তাঁর জন্মস্থান ও নির্বাচনী এলাকা আনোয়ার পটিয়া আসনের জনসাধারণের কাজে চিরনন্দিত হয়ে আছেন। আখতারুজ্জামান বাবুর অভাববোধ চট্টগ্রামবাসী বেদনা ও যন্ত্রনা কাতরতায় অনুভব করছে।
এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ¦ শফিকুল ইসলাম ফারুক, আওয়ামী লীগ নেতা তৌহিদুল আনোয়ার, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।
জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মরণ পর্ষদ
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল ৪ নভেম্বর বাদ আসর নগরীর কদম মোবারক শাহী মজসিদে অনুষ্ঠিত হয়।
জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মরণ পর্যদের সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রদূত এসএম আবুল কালাম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচিত সাধারণ সম্পাদক, রেজাউল করিম আজাদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর এড. এম. এ .নাসের দক্ষিণজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, সদস্য এ.কে. আজাদ চৌধুরী, দক্ষিণজেলা যুবলীগের সাবেক সভাপতি আ. ম. ম টিপু সুলতান চৌধুরী, মাষ্টার সিরাজুল ইসলাম, চৌধুরী আবুল কালাম, সাংবাদিক জামাল উদ্দীন ইউছুফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা এস, এম, হাসান, এম, এ, সোবহান, এম, এ মোনায়েম জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক কুতুব উদ্দীন আজাদ, সাংস্কৃতিক সংগঠক মোঃ লিপটন, আসিফ ইকবাল, ইমরান জুয়েল। যুবলীগনেতা মো. আবু তাহের, জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা আবু ছালেক তালুকদার, মনজুর আলম মেহেদী প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী।
টিপু সুলতান চৌধুরী
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খ্যাতিমান শিল্পোদ্যোক্তা,দানবীর আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১০ম মৃত্যু বার্ষিকী স্মরণে ৪ নভেম্বর সকালে আনোয়ারা হাইলধরস্থ মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, সিডিএ এর সাবেক বোর্ড মেম্বার, সাবেক ছাত্রনেতা আ ম ম টিপু সুলতান চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ সোলেমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নআহবায়ক নইমুল হক পারভেজ, জেলা যুবলীগের সাবেক সহ দপ্তর সম্পাদক রাজু দাশ হিরো, সাবেক ক্রীড়া সম্পাদক অরূপ সেন, জেলা যুবলীগনেতা জয়নাল আবেদীন রাসেল, আবু তাহের, রুবেল দাশ বাবু, অজয় শীল, আনিসুল ইসলাম নিলয়, শাহাব উদ্দীন প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আতœার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন নেতৃবৃন্দ।
জাতীয় মহিলা সংস্থা
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,দেশের খ্যাতিমান শিল্পোদ্যোক্তা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে গতকাল ৪ নভেম্বর সকালে হাইলধরস্থ মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় মহিলা সংস্হার চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক নিলুফার জাহান বেবী, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মমতাজ, চন্দনাইশ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, পটিয়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, মহিলা আওয়ামীলীগনেত্রী হামিদা বেগম, পারভিন হাবিব, সাজিয়া বেগম, শামীমা বেগম, স্বপ্না দত্ত, এমরানা করিম প্রমুখ।
দক্ষিণ জেলা কৃষক লীগ
চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের খ্যাতিমান শিল্পোদ্যোক্তা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে গতকাল সকালে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি, আতিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি সৈয়দ নুরুল আবছার, যুগ্ন সম্পাদক নবাব আলী, জেলা কৃষকলীগ নেতা আলমগীর আলম, হারাধন দাশগুপ্ত, আসিফ ইকবাল, নাজের ফারুকী, ইব্রাহীম, এমএ শাকুর প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আতœার মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন নেতৃবৃন্দ।
সাবেক মেয়র মনজুর আলম
আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল বাদ জুমা উত্তর কাট্টলীস্থ আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ চত্বরে জননেতা বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর ১০ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপ ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর পরিচালক তরুণ শিল্পপতি মোহাম্মদ সাইফুল আলম। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া-মুনাজাত ও তাঁর বর্ণাঢ্য জীবন, স্মৃতি ও অবদানের উপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, আকবর শাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান আলী, মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সাত্তার, স্কুল পরিচালনা কমিটির সদস্য নেছার আহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি