‘চিৎকার’ চলচ্চিত্রে রবীন্দ্রসংগীত ‘ভালোবেসে সখী’

সুপ্রভাত ডেস্ক :
পরিচালক আরাফাত ইয়াসির জুয়েলের ‘চিৎকার’ চলচ্চিত্রে থাকছে শ্রোতাপ্রিয় রবীন্দ্রসংগীত ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’।
পিন্টু ঘোষ ও রোকন ইমনের নতুন করে সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাদীদ আহমেদ অর্ণব। শনিবার সীতাকু-ের গানরে দৃশ্যধারণের মধ্য দিয়ে ছবির শুটিং সম্পন্ন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল বলেন, ‘রবীন্দ্রনাথের জনপ্রিয় গান ভালোবেসে সখী গানটি নতুনভাবে কম্পোজিশন করে চিৎকারে ব্যবহার করছি। পিন্টু দা এবং রোকন ভাই অসাধারণ কম্পোজিশন করেছেন, অর্ণবও খুব ভালো গেয়েছেন। গানটি দেখে দর্শকরা খুবই আনন্দ পাবেন।’
গানের কোরিওগ্রাফি করেছেন আলিফ ও সহযোগী কোরিওগ্রাফার হিসেবে ছিলেন মাটি।
ক্লিওপেট্রা ফিল্মসের প্রযোজনায় ও ইয়াসির আরাফাত জুয়েলের পরিচালনায় চলচ্চিত্রটিতে আঁচলের বিপরীতে অভিনর করেছেন আদর আজাদ। এছাড়াও অভিনয় করেছেন, শাহেদ আলী, তাজিয়াসহ অনেকে।
আদর আজাদ বলেন, ‘গানটি খুব সুন্দর হয়েছে। এটাই যে চিৎকার’র শেষ শুটিং তা মনেই হয়নি কাজটি করতে গিয়ে। আশা করছি ভালো কিছুই দর্শকরা দেখতে পারবেন।’
আহাদুর রহমানের গল্পে নির্মিত এই চলচ্চিত্রের মিউজিক করেছেন পিন্টু ঘোষ ও প্রত্যয় খান এবং লাইন প্রযোজক হিসেবে আছন ইমদাদুল ইসলাম যিকরান।