চসিক মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জাসদের সমর্থন

চসিক মেয়র নির্বাচনে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও পরিচ্ছন্ন প্রার্থী হিসেবে রেজাউল করিম চৌধুরীকে চট্টগ্রাম জাসদ সমর্থন দান করে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার ঘোষণা দিয়েছে।
গতকাল ১৫ জানুয়ারি বিকাল ৩টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে জাসদ চট্টগ্রামের কর্মী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি অভীক ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা জসিম উদ্দিন বাবুল।
সাঈদুর রহমান আরমানের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, মো. হোসেন, উপদেষ্টা আহমদ শরীফ, বান্দরবান জেলা সভাপতি সুযশময় চৌধুরী, মহানগর জাসদ সহ-সভাপতি মফিজুর রহমান, নৃপতি রঞ্জন বড়–য়া, দক্ষিণ জেলা সহ-সভাপতি শামছুদ্দীন, শ্রমিক জোট নেতা বোধিপাল বড়–য়া, জাসদ নেতা ইলিয়াছ ফয়জি, মো. সোলায়মান, হারুন-উর-রশিদ, আবদুল হাই, রেজাউল করিম, মো. হাসান, আবুল কালাম, আলেয়া পারভীন, নগর ছাত্রলীগ সভাপতি তুষার বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বাবুল বলেন, সিটি করপোরেশন অফিসকে কোন অবস্থাতেই ‘আগুন সন্ত্রাসীদের’ আখড়ায় পরিণত হতে দেওয়া যায় না। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন রাজনীতিবিদ রেজাউল করিমকে জয়যুক্ত করতে হবে। তিনি যাত্রা মোহন সেন এর বাড়িকে সংরক্ষণ করার জোর দাবি জানান। চট্টগ্রামের সমস্যা যানজট ও জলজট নিরসনের লক্ষ্যে রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত করার জন্য চট্টগ্রামবাসীকে আহ্বান জানান।
সভার সভাপতি বিশিষ্ট নাট্যজন অভীক ওসমান বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতার তীব্র নিন্দা জানান এবং রেজাউল করিমকে জয়যুক্ত করার জন্য জাসদ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি