চবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী, চবি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী ছাত্র নেতা ও ৭১’র স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…….রাজিউন)। শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গতকাল শনিবার জোহরের নামাজের পর মিসকিন শাহ মাজার প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি বলেন, মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে মরহুম তাঁর অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন সৎ ব্যক্তিত্ব ও মানবসেবায় নিবেদিত প্রাণ সমাজ সেবক। স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাঁর মৃত্যুতে এই অঞ্চল একজন প্রতিথযশা ব্যক্তিত্বকে হারিয়েছে। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বিজ্ঞপ্তি