চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ৬০ ভরি স্বর্ণসহ যুবক গ্রেফতার

৫ দিনের রিমান্ড আবেদন#

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ৬০ ভরি স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ের পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া। আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজ।
জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম কনক চন্দ্র বণিক (৪০)। তার বাড়ি ফেনী জেলার সদর থানা এলাকায়। বাবার নাম তরনী কুমার বণিক। তার কাছ থেকে জব্দ করা ৬০ ভরি ১০ আনা স্বর্ণের মধ্যে ৩টি গলানো স্বর্ণের বার যার ওজন ৫৫ ভরি ১৮ আনা, একটি স্বর্ণের টুকরা যার ওজন ২ ভরি ৫ আনার বেশি, ১টি গলার চেইন যার ওজন ১ ভরি ৫ আনা, ১টি ব্রেসলেট যার ওজন ১২ আনার বেশি। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ৩৩ লাখ ৩৪ হাজার ৩৭৫ টাকা।

ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, আটক স্বর্ণের কাগজপত্র দেখাতে পারেননি কনক চন্দ্র বণিক। তিনি (কনক) পুলিশের কাছে স্বীকার করে বলেছেন, তার সহযোগি নারায়ন চন্দ্র, কৃষ্ণ চন্দ্র, বিধান ধর ও লিটন চন্দ্রের সহযোগিতায় স্বর্ণগুলো গলিয়ে অলংকার তৈরি করে ফেনীর সীমান্তবর্তী এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।