চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। সেই লক্ষ্যে চায়না রেলওয়ে কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিআরসিসিএল) নামের চীনের একটি প্রতিষ্ঠানকে মন্ত্রণালয় বরাবরে লিখিত আবেদন করতে বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে হওয়া এক বৈঠকে মেট্রোরেল নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ে বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকারমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তারাও অংশ নেন।

ওই সভায় চায়না রেলওয়ে কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিআরসিসিএল) নামে চীনের একটি প্রতিষ্ঠান চট্টগ্রামে মেট্রোরেল বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করে। উপস্থাপন শেষে সম্ভাব্যতা যাচাই বিষয়ে আগ্রহ প্রকাশ করে লিখিত আবেদন আহ্বান করেন মন্ত্রী।

এ বিষয়ে সিসিসি’র প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক জানায়, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বৈঠকে চীনের সিআরসিসিএল মেট্রোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী ওই প্রতিষ্ঠানকে মন্ত্রণালয় বরাবরে লিখিত আবেদন করতে বলছেন। এরপর তা যাচাই করে সিদ্ধান্ত নেয়া হবে।’

গত ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকে) বৈঠকে ঢাকার পর চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার পর বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই বৈঠক হলো