চট্টগ্রামে বাড়ছে মৃত্যুর সংখ্যা

A medical staff wearing protective suits takes samples from a woman during the COVID-19 testing at a hospital in Seoul, South Korea, Friday, May 29, 2020. South Korea has reported dozens of new cases of the coronavirus, all in the densely populated Seoul metropolitan area, as officials scramble to stem transmissions linked to a massive e-commerce warehouse near the capital. (AP Photo/Ahn Young-joon)

করোনা
২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যুসহ শনাক্ত ১৩০

নিজস্ব প্রতিবেদক <
চট্টগ্রামে আবারো পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর ও শনাক্তের সংখ্যা। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যুসহ এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৮৩ জন। এরমধ্যে নগরে ২৮১ জন এবং উপজেলায় ১০২ জন। এছাড়া করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩০ জন।
রোববার ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, শেভরন, আরটিআরএল এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৯৮৩ নমুনায় করোনা পজিটিভ হয়েছে ১৩০ জনের। এতে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৩৬ হাজার ৬৮৬ জন।
সিভিল সার্জন থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে এক হাজার ২৯ নমুনার মধ্যে ১১ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২২ নমুনায় ২১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৫৬৮ নমুনায় ৬১ জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৬ নমুনায় ৯ জন, শেভরনে ১৭৮ নমুনায় ২১ জন এবং আরটিআরএল ল্যাবে ১৭ নমুনায় ৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো পজিটিভ পাওয়া যায়নি।