চট্টগ্রামে নয় মাসে সর্বোচ্চ শনাক্ত

করোনার প্রকোপ উর্ধ্বমুখী। এরপরও মানুষের স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই। ২৬ মার্চ শুক্রবার বিকেলে নগরের পতেঙ্গা সৈকতে অধিকাংশ মানুষ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, যেখানে-সেখানে খাবার খাচ্ছে, কারও কোনো ভ্রুক্ষেপ নেই বললেই চলে- কাঁকন দেব

নতুন শনাক্ত ৩৫৩

নিজস্ব প্রতিবেদক <
চট্টগ্রামে করোনা সংক্রমণ দ্বিগুণ গতিতে বাড়ছে। শনাক্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। চট্টগ্রামে নয় মাসের সর্বোচ্চ করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি চট্টগ্রামে পুরো করোনাকালের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাও। স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই। ছুটির দিনে বিনোদনকেন্দ্রে উপচেপড়া ভিড়। ২৬ মার্চ শুক্রবার পতেঙ্গা সি-বিচে হাজারো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই।
একইদিনে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টার রিপোর্টের তথ্য অনুযায়ী, নগরীর সাতটি সরকারি-বেসরকারি হাসপাতাল ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৩৫৩ জনের মধ্যে শহরের বাসিন্দা ২৯৪ জন এবং বারো উপজেলার ৫৯ জন।
নয় মাসে একদিনের সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এর আগে সর্বশেষ এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয় গত বছরের ১ জুলাই, ৩৭২ জন। ২৯ জুন ৩৪৬ জনের সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রামে করোনাকালের সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয় ৩০ জুন, ৪৪৫ জন।