চট্টগ্রামে করোনায়  তিনজনের মৃত্যু, আক্রান্ত ২৩৬

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন তিনজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৬৫ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ হাজার ৬৩৩ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজসহ চট্টগ্রামের ৯ টি ল্যাবে ১ হাজার ৭১ নমুনায় আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ২২ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ১৪৫ জন এবং উপজেলায় ৯১ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৪৪ হাজার ৫০৪ জন এবং উপজেলায় ১২ হাজার ১২৯ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ হাজার ৬৩৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় নগরীতে একজন এবং উপজেলায় দুইজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন তিনজন। এ নিয়ে নগরীরে ৪৬৪ জন এবং উপজেলায় ২০১ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৬৫ জন।

ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৩৯১ নমুনার মধ্যে ৭৩ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬৩ নমুনায় ৬৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩১ নমুনায় ১৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৩৪ নমুনায় ৩২ জন,ইমপেরিয়াল হাসপাতালে ১১৪ নমুনায় ২৫ জন, শেভরণে ১৭২ নমুনায় ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩২ নমুনায় ৬ জন এবং আরটিআরএল ল্যাবে ২৭ নমুনায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৭ জনের নমুনা পরীক্ষা কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।