চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু

করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হচ্ছে

৫৮৭ নমুনায় শনাক্ত ৮২

নিজস্ব প্রতিবেদক >
চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০৮ জন। এছাড়া করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৫৩ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার চট্টগ্রামের ৭টি ল্যাবে ৫৮৭ নমুনায় শনাক্ত হয়েছেন ৮২ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরীতে ৬০ জন এবং উপজেলায় ২২ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৪২ হাজার ৩১৭ জন এবং উপজেলায় ১০ হাজার ৭৩৬ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৫৩ জন। ২৪ ঘণ্টায় নগরীতে তিনজন এবং উপজেলায় একজনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন চারজন। এ নিয়ে নগরীরে ৪৩৮ জন এবং উপজেলায় ১৭০ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০৮ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৮৬ নমুনার মধ্যে ১৪ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৯ নমুনায় ২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৮ নমুনায় ৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১৩৩ নমুনায় ৩০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৮ নমুনায় ৬ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১ নমুনায় ৩ জন এবং আরটিআরএল ল্যাবে ৫২ নমুনায় ২৩ জন করোনায় শনাক্ত হয়েছেন।