চকরিয়ায় থামছে না পাহাড় নিধন

ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও, ট্রাক জব্দ

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগরে বেশ কিছুদিন ধরে বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি লুটের ঘটনা চলছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল দিব্যি পাহাড় কেটে মাটি লুটের এই মহোৎসব অব্যাহত রাখলেও অদৃশ্য কারণে পাশের নলবিলা বনবিটের সংশ্লিষ্টরা রয়েছেন কুম্ভকর্ণের ভুমিকায়। এ অবস্থায় সর্বশেষ রোববার রাতে পাহাড় কেটে মাটি লুটে নেয়ার গোপনে সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজ।ওইসময় ইউএনও’র উপস্থিতি টের পেয়ে মাটি লুটে জড়িতরা কৌশলে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মাটি ভর্তিকালে একটি নাম্বারবিহীন ডাম্পার ট্রাক জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ বলেন, উপজেলার কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগরে বেশ কিছুদিন ধরে বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে অবৈধভাবে মাটি লুট করে আসছে একটি মহল। সর্বশেষ রোববার রাতেও ওই চক্র পাহাড় কেটে মাটি লুট করছে মর্মে খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবহন কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন ডাম্পার গাড়ি জব্দ করা হয়।

তিনি বলেন, পাহাড় কর্তনকারীদের কোনভাবে ছাড় দেয়া হবে না।

এছাড়া পাহাড়কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে।