গাউছিয়া কমিটির সেবা কাজ অব্যাহত থাকবে

সংবাদ সম্মেলন নেতৃবৃন্দ

বাংলাদেশে করোনা মহামারির বছরপুর্তিতে গাউসিয়া কমিটির ভূমিকা বিষয়ক সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার লিখিত বক্তব্যে বলেন, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দীর্ঘ ১ বছরে করোনার তা-বে বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়িয়েছে গাউসিয়া কমিটি। তিনি বলেন, করোনা কালে গাউসিয়া কমিটি পটিয়ায় প্রথম মৃতের লাশ দাফন, গোসল ও নিজেরাই জানাজা পড়ে মানবিক এ কার্যক্রমের সূচনা করে। তিনি বলেন, এরপর থেকে অদ্যাবদি গাউসিয়া কমিটি করোনায় মৃতদের দাফন-কাফন ও সৎকার থেকে পিছপা হয়নি। এ যাবৎ সংগঠনটির নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা সমগ্র বাংলাদেশ ২০৬৫ এরমধ্যে শুধু চট্টগ্রামে ১৬৬৭ জন মৃতের দাফন ও সৎকার করেছে। লিখিত বক্তব্যে মোছাহেব উদ্দিন বখতিয়ার আরো বলেন, গাউসিয়া কমিটির এ সেবা কার্যক্রম আগামীতে যেকোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন বলেন, করেনাকালে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা জীবনবাজি রেখে মানবতার সেবায় যে কাজ করে আসছেন তা প্রশংসনীয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, কেন্দ্রীয় অর্থ সচিব কমরুদ্দিন সবুর, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মুহাম্মদ আবদুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, এরশাদ খতিবী ও শাহাদাত হোসেন রুমেল প্রমুখ। বিজ্ঞপ্তি