চট্টগ্রামে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ১১ জন

শনাক্তের হার ১৬ .৭৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১ জন। এর মধ্যে নগরীতে পাঁচজন এবং উপজেলায় ছয়জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৫০ জন। এছাড়া করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ হাজার ৮৫৪ জন।
বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যমতে, গত মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের ১২ টিল্যাবে ২ হাজার ১৮ নমুনায় আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীতে ২২৬ জন এবং উপজেলায় ১১২ জন। এনিয়ে চট্টগ্রাম নগরীতে ৭০ হাজার ২৮০ জন এবং উপজেলায় ২৫ হাজার ৫৭৪ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ হাজার ৮৫৪জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে পাঁচজন এবং উপজেলায় ছয়জনসহ চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১১ জন। এ নিয়ে নগরীরে ৬৫৮ জন এবং উপজেলায় ৪৯২ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৫০ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৪১ নমুনার মধ্যে ১০০ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৭ নমুনায় ১৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭৮ নমুনায় ৩৬জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৭০ নমুনায় ৫৮জন,এন্টিজেন টেস্টে ১১৬ নমুনায় ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৯০ নমুনায় ২২ জন, শেভরণে ১৭৩ নমুনায় ১৯ জন, চট্টগ্রাম মা ও শিশুহাসপাতালে ৩৯ নমুনায় ৬জন, আরটিআরএল ল্যাবে ১৬ নমুনায় ৬ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭২ নমুনায় ২৫ জন, এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৫৩ নমুনায় ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াক ক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ২৩ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।