ক্রিকেটে এখনই দর্শক ফেরাতে চাইছে না বিসিবি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশে ফুটবল মাঠে দর্শক ফিরেছে। তবে এখনই ক্রিকেট মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা হবে যথারীতি দর্শকশূন্য মাঠে।
গত শুক্রবার নেপালের বিপক্ষে ফুটবল ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুধু ৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি ছিল। তবে গ্যালারিতে সেদিন খালি চোখে দর্শক উপস্থিতি আরো কয়েক হাজার বেশি মনে হয়েছে। এছাড়া দর্শকদের বড় অংশকেই সামাজিক দূরত্ব, মাস্ক পরা বা অন্যান্য স্বাস্থ্যবিধির কোনোটাই খুব একটা মানতে দেখা যায়নি।
মহামারির মাঝে ফুটবল মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়া ঠিক হয়েছে কিনা, সেটি নিয়ে বিসিবি কর্তাদের মনে যথেষ্ট সংশয় আছে। তাই বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্রিকেটে এরকম ঝুঁকি নেয়া হবে না।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, আপনাদের কি মনে হয়, কোভিড পরিস্থিতে এটা ভালো হলো (দর্শক প্রবেশের অনুমতি দেওয়া)? জানি, এটা আবেগের ব্যাপার। বলা যায় অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে, সেখানে দর্শক এসেছে। কিন্তু আমরা সবার কথা চিন্তা করেই দর্শক অ্যালাও করব না। এটাই আমাদের পরিকল্পনা, দর্শকশূন্য মাঠ থাকবে।
এর আগে গত মাসে তিন দলের প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডেতেও গ্যালারিতে দর্শক ছাড়া খেলা হয়েছে।
ক্রিকেটারদের কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ায় এই ব্যাপারে একটু বেশিই সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক এবং জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। এর আগে কোভিডে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন মাশরাফী বিন মোর্ত্তজা, সাইফ হাসান, নাজমুল ইসলাম অপু ও আবু জায়েদ চৌধুরি। খবর : ডেইলিবাংলাদেশ’র।