কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক সৎকার প্রশিক্ষণ কর্মশালা

করোনায় মৃত্যু বলেই যথাযথ মর্যাদায় সৎকার হবে না এমনটা হতে পারে না। গত বছর বাংরাদেশে করোনা প্রবেশ করার সাথে সাথেই কোয়ান্টাম ঘোষণা করে প্রত্যেক মৃত ব্যক্তি তিনি যে ধর্ম বর্ণ গোত্রেরই হোননা কেন, আমরা পরম মমতায়, অর্থে শেষ বিদায়ের কাজ সম্পন্ন করব’। স্বেচ্ছাসেবী তৈরির লক্ষ্যে ১ আগস্ট এই প্রথম শুধু সৎকার প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার। এতে প্রধান অতিথি  ছিলেন কাউন্সিলর  জহর লাল হাজারী। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর নীলু নাগ এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর রিংকু শর্মা। আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি সুভাস দত্ত।

বক্তারা কোয়ান্টামের অসাম্প্রদায়িক চেতনা ও এর বিস্তৃত সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও উত্তোরত্তরসাফল্য কামনা করেন। কোয়ান্টাম দাফন টিমের প্রধান প্রশিক্ষক সৈয়দ মুসতাফা মুনিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি কোয়ান্টাম ফাউন্ডেশনের কাজীর দেউড়ি শাখায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক যে কোন পুরুষ মহিলার জন্যে উন্মুক্ত এ প্রোগ্রামে ৩৯ জনপুরুষ ১৩ জন নারী অংশ নেন। বিজ্ঞপ্তি