কোচিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বাড়ি ফেরা হলো না আবীরের

নিজস্ব প্রতিবেদক »

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন (১২)। পরীক্ষার প্রস্তুতির জন্য যায় স্থানীয় একটি কোচিং সেন্টারে। কিন্তু কোচিংয়ে গিয়ে দেখে, শিক্ষক আসেন নি। এরপর সে চলে যায় কোচিং ভবনটির ছাদে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হলে তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। অতিরিক্ত দগ্ধ হওয়ায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপরও শেষ রক্ষা হয়নি আবীরের।

গতকাল শুক্রবার সকালে আবীরের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার চাচা আক্তারুজ্জামান নাহিদ। তিনি বলেন, ‘বালুচড়া এলাকার লায়লা সুপার মার্কেটের একটা কোচিং সেন্টার আছে। ওখানে ২০ নভেম্বর পড়তে গিয়েছিলো আবীর। স্যার না আসায় সে কোচিংয়ের ছাদে যায়। ওখানে বৈদ্যুতিক তারের স্পর্শে তার পুরো শরীর পুড়ে যায়। এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কিন্তু বাঁচাতে পারিনি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। ওই বিল্ডিংয়ের ছাদে এর আগে এক বৃদ্ধ ও এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। আবীর হোসেন বালুচড়া এলাকার মো. বেলালের সন্তান।