কৃষি উদ্যোক্তা সমাবেশ

মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৩ অক্টোবর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে ‘ভরসার নতুন জানালা’ কৃষি উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।  উদ্বোধন করেন  কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এম.পি।

সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মো. আব্দুল হাকিম, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান

ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক  রেজাউল করিম সিদ্দিক। মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. এম.এ মুয়ীদ, বিসেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি টি আই এম জাহিদ  হোসেন, ইউসিবির ইভিপি জাভেদ ইকবাল এবং ইস্পাহানি এগ্রো লিমিটেডের পরিচালক সৈয়দা ফাওজিয়া ইয়াসমিন। সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত অর্থনীতিবিদ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জনপদের মং সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরী, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী  সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মো. আবু সাইদ মিঞা। বিজ্ঞপ্তি