কলকাতার হলে মুক্তি পাচ্ছে জয়ার ছবি

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

মুক্তি পাচ্ছে জয়া আহসানের কলকাতার ছবি ‘বিনিসুতোয়’। আগামী ১৯ আগস্ট এটি ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আসবে। ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। এতে জয়ার সহঅভিনেতা ঋত্বিক চক্রবর্তী। চলচ্চিত্রটির কাজ ২০১৯ সালে শেষ হয়েছিল। এদিকে, ছবিটির মুক্তি উপলক্ষে ইউটিউবে আজ (১৫ আগস্ট) রাত ১০টায় অবমুক্ত হচ্ছে ট্রেলার। চলচ্চিত্র ও ট্রেলার মুক্তি নিয়ে আপাতত অনলাইন প্রচারণায় ব্যস্ত জয়া ও ঋত্বিক।

‘বিনিসুতোয়’-এর গল্প মধ্য তিরিশের দুই মানুষ শ্রাবণী ও কাজলকে ঘিরে। যাদের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়ালিটি গেম শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই একে অপরের সঙ্গে মিশে যান তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হন শ্রাবণী, তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কাজল। ডাক্তারের কাছে যাওয়ার রাস্তায় তারা একে অপরের সঙ্গে শেয়ার করেন তাদের জীবনের ঘাত প্রতিঘাতের গল্প।এতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটির একটি গানে কণ্ঠও দিয়েছেন জয়া।প্রসঙ্গত, অতনু ঘোষের ‘রবিবার’-এ প্রসেনজিতের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। পেয়েছেন একাধিক পুরস্কারও।