করোনা সাপোর্ট সেন্টারের জন্য বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের অনুদান

মা ও শিশু হাসপাতাল

বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা সাপোর্ট সেন্টারের জন্য বেডশিট, বালিশ, বালিশের কভার, মশারিসহ বিভিন্ন অনুদান সামগ্রী প্রদান করা হয়।
গতকাল বৃহত্তর ঢাকা সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের কাছে এই অনুদান সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় বৃহত্তর ঢাকা সমিতির পক্ষে আলমগীর হোসেন পিলু, ডা. মোজাম্মেল হক শরিফি, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, হাফেজ আনোয়ার হোসেন, মো. এমদাদুল হক, আলমগীর সরকার, অ্যাডভোকেট জহির হোসেন এবং হাসপাতালের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামকে হাসপাতালের করোনা সাপোর্ট সেন্টারে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি
অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা সমিতির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন পিলু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য হন। বিজ্ঞপ্তি