করোনা উপসর্গে বাঁশখালী হাসপাতালে  একজনের মৃত্যু

নমুনা সংগ্রহ, পরিবারের ৮ সদস্য হোম  কোয়ারেন্টিনে :

সংবাদদাতা, বাঁশখালী :

বাঁশখালী উপজেলা সদর হাসপাতালে করোনা উপসগে সোমবার ভোর ৫টায় আক্তার হোসেন (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন । তিনি বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী গ্রামের খোন্দকার পাড়ার মৃত আজিমুলস্নাহর পুত্র। তার পরিবারের ৮ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চট্টগ্রামের  ফৌজদার হাট এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করা অবস’ায় গত ৬ দিন আগে সর্দি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকে তিনি অসুস’ ছিলেন। গতকাল সোমবার ভোর রাতে মারাত্মকভাবে অসুস’ হয়ে পড়লে তাকে বাঁশখালী হাসপাতালে জরুরি বিভাগে এনে ভর্তি করা হয়। ওই অবস’ায় প্রচ- শ্বাসকষ্ট দেখা দেওয়ার একপর্যায়ে তিনি চিকিৎসাধীন অবস’ায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। মারা যাবার পর হাসপাতালের করোনা নিয়ন্ত্রণ কমিটি তার নমুনা সংগ্রহ করেন।

করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ‘ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুর রহমানকে  মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের পরিসি’তি দেখার নির্দেশ দেয়া হয়েছে।’

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘পরিবারের ৮ সদস্যকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে।  মৃত ব্যক্তির সংগৃহিত নমুনায় পজেটিভ আসলে পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হবে।’

বাঁশখালী পৌরসভার মেয়র সেলিমুল হক চৌধুরী বলেন, ‘হাসপাতাল থেকে লাশ হসত্মান্তরের পর পৌরসভার খরচে পারিবারিক কবরস’ানে লাশ দাফন করা হয়েছে। করোনা সংক্রান্ত সংগৃহীত নমুনা প্রতিবেদন না আসা পর্যন্ত ওই পরিবারের বাইরে চৌকিদার বসিয়ে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে। পরিবারের ৮ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।’