করোনায় প্রাণ হারানোদের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের

সুপ্রভাত ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার করোনাভাইরাসে প্রাণ হারানো আমেরিকান নাগরিকদের সম্মানে মার্কিন পতাকা তিন দিন অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ক্রমেই ১ লাখের নিশানার দিকে এগিয়ে চলায় এমন ঘোষণা দেয়া হলো। এ সংখ্যা নির্মম ওই মাইলস্টোনে পৌঁছানোর সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এ নির্দেশ ডেমোক্রেটদেরও অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘করোনাভাইরাসে আমরা যেসব আমেরিকান নাগরিককে হারিয়েছি তাদের স্মরণে আগামী তিন দিন আমি সকল ফেডারেল ভবন এবং জাতীয় স্মৃতিসৌধে মার্কিন পতাকা অর্ধনমিত রাখবো।’
রিপাবলিকান প্রেসিডেন্ট আরো বলেন, মার্কিন সামরিক বাহিনীতে দায়িত্ব পালনকালে যেসব সৈন্য প্রাণ হারিয়েছে তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে পালনে সোমবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে প্রতিদিন মৃতের সংখ্যা যে হার বাড়ছে,তাতে ১ লাখের ওই নিশানায় এ সংখ্য পৌঁছাতে আর বেশি সময় লাগবে না। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ৯৪ হাজার ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে এ সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৩০০ জন করোনায় প্রাণ হারিয়েছে।