‘করোনাকালে মানবসেবায় কাজ করছেন রেডক্রিসেন্ট সদস্যরা’

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিযুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ভাসমান লোকজন, এতিমদেরমাঝেইফতার ও সেহরী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
নগরীর আন্দরকিল্লা, জামালখান এলাকার আশেপাশে ইফতার বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু, সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, স্বাস্থ্য ও সেবাবিভাগীয়প্রধান দীপ্তবিশ^াস, রক্ত বিভাগীয় প্রধান ইস্তাকুলইসলাম চৌধুরীসহ কার্যকরী পর্ষদ ও যুব স্বেচ্ছাসেবকরা।
এ সময় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুবপ্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু বলেন, করোনকালীন পরিস্থিতিতে মানবসেবায় আমাদের স্বেচ্ছাসেবকরা আত্মমানবতার সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সাবান দিয়ে বেশি বেশি হাত ধুতে হবে, হাত না ধুয়ে নাক, মুখ, চোখ স্পর্শ করা যাবেনা।
হাচি, কাঁশি দেওয়ার সময় টিস্যু দিয়ে মুখ ঢেকে রাখতে হবে।
এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বাইরে বের না হওয়া, বাইরে থেকে ঘরে প্রবেশের পূর্বেই ভালোভাবে সাবান দিয়ে হাত মুখ ধোয়াসহ বিভিন্ন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন অসহায় মানুষের সহযোগিতায় আমাদের সেহেরি ও ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিজ্ঞপ্তি