করোনাকালে দুস্থদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে

দারুল মুস্তফা মডেল মাদ্রাসার সভা

দারুল মুস্তফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ নঈমুল ইসলাম বলেন, ধনী-গরিব বলে কোনো বিশেষ শ্রেণির আলাদা মর্যাদা নেই। বরং যারা গরিব ও সুবিধাবঞ্চিত তাদেরই বেশি মর্যাদা পাওয়া উচিত।
গরিবদের শ্রমে-ঘামে দেশ টিকে আছে। তাদের কারণে অর্থনীতি সচল থাকছে। করোনা মহামারীর মত দুর্যোগের সময়ে বিত্তবানদের গরিব দুস্থ মানুষের জীবনযাত্রার উন্নয়নে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, করোনা মহামারীতে দিন দিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়াছে। এ কঠিন সময়ে জাতিকে বাঁচাতে প্রয়োজন সম্মিলিত মানবিক উদ্যোগ। সরকারের পাশাপাশি আবারো বেসরকারি উদ্যোগেও করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়ার মত পরিবেশ তৈরি করতে সমাজের সচেতন মহল এগিয়ে আসতে হবে।
গতকাল ৭ এপ্রিল সকালে চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসার সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দারুল মুস্তফা মডেল মাদ্রাসার সুপার মাওলানা মোরশেদুল আলম, মুহাম্মদ ইদ্রিস সওদাগর, সৈয়দ মুহাম্মদ ইসহাক, মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা মুহাম্মদ আবদুল মোতালেব রাজু, মুহাম্মদ নঈম উদ্দিন, মুহাম্মদ জিয়া উদ্দিন, মুহাম্মদ শফি, মুহাম্মদ সিফাত, মুহাম্মদ ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি