কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়া বিভাগীয় চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু-বঙ্গমাতা স্কুল ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে ২০২২ আসরের কক্সবাজার জেলার মহেশখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি স্কুল শিরোপা জয় করেছে। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল ফাইনালে দুপুরে বঙ্গমাতা গোল্ডকাপে বাঞ্ছারামপুর মডেল সরকারি স্কুল ৫-০ ( গোলদাদা: রোমানা-৪, সুমায়াইয়া-১) গোলে চট্টগ্রামের বাঁশখালী খুদুকখালী সরকারি স্কুলকে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপে মহেশখালী স্কুল টাইব্রেকারে ৬-৫ গোলে চট্টগ্রাম জেলার ফটিকছড়ির রাঙাপানি চা বাগান সরকারি স্কুলকে হারিয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপে মহেশখালী মডেল স্কুলের আবিদ শাহরিয়া সেরা খেলোয়াড়, রাঙাপানি চা-বাগান স্কুলের সমীর কুমার ত্রিপুরা সর্বোচ্চ গোলদাতা এবং বঙ্গমাতা গোল্ডকাপে বাঞ্ছারামপুর স্কুলের সাদিয়া আক্তার সেরা খেলোয়াড় ও বাঞ্ছারামপুর স্কুলের রোমানা ও মহেশখালী মডেল স্কুলের পায়েল মনি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছে।

বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. প্রকাশ কান্তি চৌধুরী (অতিরিক্ত বিভাগীয় কমিশনার)। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আব্বাস, (সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাব ও সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা), দিদারুল আলম চৌধুরী ও এহসানুল হায়দার চৌধুরী বাবুল (সহ-সভাপতি, সিজেকেএস), মো. আমিনুল ইসলাম, (যুগ্ম সম্পাদক, সিজেকেএস), এস এম শহীদুল ইসলাম, (সভাপতি, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন), মো. শাহজাহান, (ফুটবল সম্পাদক, সিজেকেএস), অহিদ সিরাজ চৌধুরী স্বপন, (সদস্য সচিব, মিডিয়া কমিটি) মো. শহীদুল ইসলাম (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম) প্রমুখ।